শুক্রবার, ১১ জুন, ২০২১, ১০:০২:০৩

এ কেমন মর'ণ খেলা খেলল হাসপাতাল কর্তৃপক্ষ, মুহু'র্তেই ২২ জনের মৃ'ত্যু!

এ কেমন মর'ণ খেলা খেলল হাসপাতাল কর্তৃপক্ষ, মুহু'র্তেই ২২ জনের মৃ'ত্যু!

এ কেমন মর'ণ খেলা খেলল হাসপাতাল কর্তৃপক্ষ, মুহুর্তেই ২২ জনের মৃ'ত্যু! হাসপাতালের কভিড ইউনিটে ৫ মিনিট অক্সিজেন ব'ন্ধ রাখলে কে কে বেঁ'চে থাকবে জানার জন্য আয়োজিত 'ম'ক ড্রিলে' ভারতের আগ্রার একটি নার্সিং হোমে মৃ'ত্যু হয়েছে ২২ কভিড রোগীর। গত ২৬ ও ২৭ এপ্রিল ওই নার্সিং হোমটিতে এ ঘ'টনা ঘ'টে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

এদিকে ঘট'নাটির একটি ভি'ডিও সোশাল মি'ডিয়ায় ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, রোগীদের অব'স্থা সং'কটাপন্ন থাকা স'ত্ত্বেও এই কাজ করার অনুমতি দেন প্রতিষ্ঠানটির মালিক অরিঞ্জয় জৈন।

এই নিয়ে চলছে তোলপাড়, কাউকে কিছু না-জানিয়ে গোপনে অক্সিজেনের মক ড্রি'ল চালানো হয় বলে অভি'যোগ। অক্সিজেনের সংক'টের সময়ে কোনো কভিড রোগী অক্সিজেন ছাড়া থাকতে পারবেন, আর কারা পারবেন না, তা বুঝে নিতে রোগীদের অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷অভি'যোগ, ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের একজন। জানা গেছে এমন 'মা'রণ' মক ড্রিল চলাকালীনই মু'হূর্তে নীল হয়ে যায় রোগীদের দেহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে