শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০২:৩৮:৫৫

‘তুমি মুসলিম, দূর হও’, ক্ষোভে ফুঁসছে আমেরিকা

‘তুমি মুসলিম, দূর হও’, ক্ষোভে ফুঁসছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষের নীরব প্রতিবাদ জানিয়েছেন ৫৬ বছর বয়সী হিজাবি এক মুসলিম নারী। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাস্পের ক্যাম্পেইনে এই প্রতিবাদের কারণে রোজ হামিদ নামের ওই নারীকে থেকে বের করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দিয়ে মার্কিন রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে আলোচনা তৈরি করেন তার পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানান রোজ। শুক্রবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় মুসলিম নারী রোজ শান্তির বার্তা নিয়ে নীরব প্রতিবাদ জানান। এ সময় মার্টি রোসেনব্লুথ নামে আরো এক ব্যক্তি রোজ হামিদকে সঙ্গ দিয়েছেন। তাঁরা দুজনেই নীরবে দাঁড়িয়ে থাকলেও তাঁদের পাশে ট্রাম্পের সমর্থকরা ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ এসে রোজ হামিদকে সরিয়ে নিয়ে যায়। রক হিলের পুলিশ মেজর স্টিভেন থম্পসন বলেন, রোজ ঝামেলা সৃষ্টি করছেন বলে ক্যাম্পেইন কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করেছে। তাই রোজকে ক্যাম্পেইন থেকে সরিয়ে নেওয়া হয়। রোজ হামিদ বলেন, ট্রাম্প কথা বলার সময় আমি ও মার্টি দুইজন এক সঙ্গে দাঁড়িয়ে ট্রাস্পের বক্তব্য শুনছিলাম। এই সময় একজন আমাকে বলে ওঠে তুমি মুসলিম। দূর হও এখান থেতে দূর হও। তোমার কাছে বোমা আছে। সিএনএন জানায়, ট্রাম্পের ওই ক্যাম্পেইনে নীরব প্রতিবাদ জানাচ্ছিলেন রোজ হামিদ। ট্রাম্পের মুখোমুখি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন রোজ। রোজের পরনের টি-শার্টে লেখা ছিল, ‘সালাম, আই কাম ইন পিস অর্থাৎ সালাম, আমি শান্তির বার্তা নিয়ে এসেছি।’ রোজ হামিদ আরো বলেন, যুক্তরাষ্ট্রে সংকীর্ণতা খুব দ্রুত প্রকাশ পেতে শুরু করেছে এবং এটি সত্যিই ভীতিকর। ক্যাম্পেইনে বিশৃঙ্খলা বা চিৎকার করে কোনো প্রতিবাদ জানানোর পরিকল্পনা আমার ছিল না। ট্রাম্পের সমর্থকদের মুসলমানদের সম্পর্কে কিছুটা ধারণা দিতেই নীরবে প্রতিবাদ জানাই। আমার মনে হয় ট্রাম্পের অধিকাংশ সমর্থক মুসলমানদের সঙ্গে মিশেননি। তাই তাদের মুসলমানের সঙ্গে মেশার সুযোগ করে দিতেই আমি তাঁদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করি। তিনি বলেন, আমার নেতিবাচক বা কোনো ধরনের কুচিন্তার পরিকল্পনা ছিল না। যারা আমার সঙ্গে ছিল এবং যাদের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। তবে যারা ট্রাম্পের মাধ্যমে প্রভাবিত তারা সত্যিই খুব নোংরা বলে জানান রোজ হামিদ। তারা এভাবেই বিভিন্ন স্থানে ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের নীরব প্রতিবাদ করবে। নিজেদের পরিল্পনার অংশ হিসেবে এর মধ্যে এইকেন সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের সমাবেশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। সিএনএন থেকে নেওয়া। ০৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে