সোমবার, ১৪ জুন, ২০২১, ১০:৫১:১৬

কোনো বিঘ্ন তৈরি না করে জমজমের পানি বিতরণ করছে রোবট

কোনো বিঘ্ন তৈরি না করে  জমজমের পানি বিতরণ করছে রোবট

করোনার থাবা থেকে বাঁচতে মক্কা-মদিনায় চালু হয়েছে রোবট সার্ভিস। আরব নিউজের বরাতে শায়খ আব্দুর রাহমান আল সুদাইস বলেন, মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনাভাইরাসের সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে।

আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রার প্রশংসা করে তিনি আরও বলেন, জমজমের পানির বোতল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে রোবটগুলোকে। এবং দুটি মসজিদে মুসল্লিদের চলাচলে কোনো বিঘ্ন তৈরি না করে সুষ্ঠুভাবে জমজমের পানি বিতরণও করে চলছে অনবরত।

করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারামে গত সপ্তাহ থেকে ১০টি উন্নত রোবট চালু করা হয়েছে। একটি অটোমেটিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই রোবটগুলো পরিচালনা করা হচ্ছে। মসজিদের ছয়টি তলায়ই এগুলো সেবা দিচ্ছে। ফলে স্বাস্থ্যগত নিরাপত্তা বজায় রেখে বিধিনিষেধ মেনে চলা সম্ভব হচ্ছে।

করোনা মহামারিতে ওমরাহ হজ পালনকারী ও অন্যান্য মুসল্লিদের নিরাপত্তার কথা মাথায় রেখে আন্তর্জাতিকভাবে নিবন্ধিত এ রোবটগুলো মসজিদে আনার ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই এসব আধুনিক রোবট পাঁচ থেকে আট ঘণ্টা পর্যন্ত সেবা দিতে পারে অনায়াসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে