সোমবার, ১৪ জুন, ২০২১, ১২:০০:৩৭

এরদোগানকে ভাই বলে সম্বোধন করলেন যে দেশের প্রেসিডেন্ট

এরদোগানকে ভাই বলে সম্বোধন করলেন যে দেশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দিনকে দিন জনপ্রিয়তা বেড়েই চলছে প্রেসিডেন্ট এরদোগানের, বিশেষ করে মুসলিম বিশ্বে। আগামী বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো সম্মেলন। এ সম্মেলনে যোগ দিচ্ছেন এরদোগান; এর পরই তিনি আজারবাইজান সফরে যাবেন।

নাগোরনো-কারাবাখ অঞ্চলের ঐতিহাসিক শহর সুসা গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করে মুক্ত করে আজারবাইজান। এ যুদ্ধে পরোক্ষভাবে আজারবাইজানকে সামরিক সহায়তা করে তুরস্ক। এ কারণে এরদোগানকে ভাই বলে সম্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।   

আজারবাইজান সফরকালে ইলহাম আলিয়েভকে নিয়ে সুসায় কারাবাখ যুদ্ধে শহীদদের কবরস্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। ১৯৯২ সালের ৮ মে থেকে আর্মেনীয় বাহিনী আজারবাইজানের ওই এলাকাটি দখল করে রেখেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে