‘ভারত-পাকিস্তান সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না’
আন্তর্জাতিক ডেস্ক : কোনো জঙ্গি সংগঠনই ভারত-পাকিস্তানের শান্তি প্রক্রিয়া নষ্ট করতে পারবে না। ভারতের পাশে থাকার কথা দিয়ে আজ শনিবার এ কথা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। এমকি জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পাকিস্তান কড়া পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার থেকেই পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোতে আক্রমণ চালানো শুরু করেছে নওয়াজ শরিফের সরকার। শনিবার এক টিভি চ্যানেলকে সাক্ষকারে এ কথা জানান খাজা মুহাম্মদ আসিফ। জার্ব-ই-আজব জঙ্গি আস্তনায় অভিযান চালিয়ে পাকিস্তান সফল হয়েছে বলে দাবি করেছেন তিনি। আসিফ বলেন, কিছু জঙ্গি সংগঠন ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। তবে এই অভিযান এখনও চলছে।’ কেউ-কেউ জঙ্গি কার্যকলাপের মাধ্যমে ভারত-পাকিস্তানের মাঝে শান্তি আলোচনা বিঘ্নিত করতে চাইছে। কিন্তু তারা সফল হবে না বলেও দাবি জানান পাক প্রতিরক্ষামন্ত্রী। তার কথায়, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বিঘ্নিত করার ব্যাপারে কোনও জঙ্গি সংগঠনকেই অনুমতি দেয়া হবে না।’
শুক্রবারই জঙ্গি দমনের বিষয়ে সব রকমের পদক্ষেপ নিয়ে ভারতের পাশে থাকার কথা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার সরকারের কর্মকর্তাদেরও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছিলেন। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য বিশেষ গুরত্ব পাবে বলেই আশা কারা যাচ্ছে।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�