সোমবার, ২৮ জুন, ২০২১, ০৯:১১:০০

তালেবান ক্ষমতা দ'খল করলে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান

তালেবান ক্ষমতা দ'খল করলে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান আফগানিস্তানের ক্ষমতা দ'খল করলে দেশটির সঙ্গে সীমা'ন্ত বন্ধ করে দেওয়ার ঘো'ষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেন, বিদেশি বাহি'নী চলে যাওয়ার পর যদি তালেবান আফগানিস্তানের ক্ষ'মতা দ'খ'ল করে, তাহলে জাতীয় স্বার্থ বিবে'চনায় দেশটির সঙ্গে সীমা'ন্ত বন্ধ করে দেবে পাকিস্তান। খবর আরব নিউজের।

রোববার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ হু'শি'য়ারি দেন। তিনি আরও বলেন, পাকিস্তান গত কয়েক বছরে ৩৫ লাখ আফগান শ'রণা'র্থীকে আ'শ্র'য় দিয়েছে। আমাদের পক্ষে আরও শ'রণা'র্থী গ্রহণ করা সম্ভব নয়। 

এর আগে তালেবান জো'র করে আফগানিস্তানের ক্ষমতা দ'খ'ল করলেও পাকিস্তান তাদের বিরু'দ্ধে কোনো সা'মরি'ক পদক্ষে'প নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

তালেবান জো'র করে ক্ষ'মতা দ'খল করলে কী ঘ'টবে-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, পূর্বে আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমা'ন্ত খোলা ছিল। কিন্তু ইতোমধ্যে আমরা ৯০ শতাংশ সীমা'ন্তে বে'ড়া দিয়েছি। তালে'বান ক্ষ'মতা দ'খ'ল করলে আমরা সীমা'ন্ত ব'ন্ধ করে দেব। দুটো কারণে তিনি এটা করবেন বলে উল্লেখ করেন। সেই দুই কারণ হলো-পকিস্তান কোনো সং'ঘ'র্ষে যাবে না আর দ্বিতীয় কারণ হলো, আফগানিস্তান থেকে পাকিস্তানে শ'রণা'র্থীর ঢ'ল ব'ন্ধ করা।

তালেবান জো'র করে ক্ষমতা দ'খ'ল করলে পাকিস্তান তাদের স্বী'কৃ'তি দেবে কীনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষ যে সরকারকে পছন্দ করবে পাকিস্তান শুধুমাত্র সে সরকারকেই স্বী'কৃ'তি দেবে।

পাক প্রধানমন্ত্রী এমন এক সময় এ ম'ন্তব্য করলেন যখন বিভিন্ন মহল তালেবান আফগানিস্তানের ক্ষমতা দ'খল করবে বলে আ'শ'ঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের গো'য়ে'ন্দা'রা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্র'ত্যাহা'র করা হলে তালেবান ৬ থেকে ১২ মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষ'মতা দ'খ'ল করবে।

জাতিসংঘ বলছে, গত দুই মাসে তালেবান আফগানিস্তানের চার’শ জেলার মধ্যে ৮০টির অধিক জেলা দ'খ'ল করে নিয়েছে। প্রায় প্রতিদিনই তালেবানের হাতে আফগানিস্তানের কোনো না কোনো জেলার প'ত'ন হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে