ভিডিও ক্যামেরাসহ গুপ্তচর বাজপাখি আটক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নানা প্রকার গোপন তথ্য সংগ্রহের জন্য বাজপাখি পাঠাতো পাকিস্তান। তবে বাজপাখি একা নয় এই পাখির পায়ে থাকতো ভিডিও ক্যামেরা। পাখির পায়ে ক্যামেরা লাগিয়ে ভারতের দিকে উড়িয়ে দিত পাকিস্তানের সেনাবাহিনী। এই গুপ্তচর পাখি ৩৪ মেগাপিক্সেলের অত্যাধুনিক ভিডিও ক্যামেরার সাহায্যে ভারতীয় ভূখণ্ডের ছবিতুলে আবার ফিরে যেত পাকিস্তানে। এমনই বিস্ফোরক তথ্য দিলেন ভারতীয় বডারগার্ড (বিএসএফ) সদস্যরা। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
সেনাবাহিনীর সূত্রের খবর, আজ শনিবার এমনি একটি বাজপাখিটিকে গুলি করে নামানো হয়েছে৷ উদ্ধার হওয়া ক্যামেরার সব ছবি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পাকিস্তান সেনাদের অভিসন্ধি অনুমান করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ৷ পাখির পায়ে কে-৩৪ মার্কার ছিল৷ রিমোর্ট সেন্সিংয়ের মাধ্যমে ক্যামেরা নিয়ন্ত্রণ করত পাক-সেনারা৷ পাঠানকোট কাণ্ডের আটদিন পর পাকিস্তান সেনাদের পাঠানো এই নতুন ‘স্পাই'কে হাতে পেয়ে বড় রকমের নাশকতা আটকানো সম্ভব হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ ভারত-পাকিস্তানের সীমান্তের কাছে সন্দেহজনক ওই বাজপাখিকে উড়তে দেখে তৎপর হন বিএসএফ জওয়ানরা৷
আজ শনিবার সকালেই পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিমান বাহিনীর সদস্যদের ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও ভারত-পাকিস্তান সীমান্তের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তিনি৷ উপস্থিত জওয়ান ও আহত সেনাদের সঙ্গেও দেখা করেছেন মোদি৷ কথা বলেছেন নিহত সেনাদের পরিবারের সঙ্গেও৷ পাঠানকোটে পাকিস্তন জঙ্গি হামলার এক সপ্তাহ পরে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ স্বাভাবিকভাবেই পাঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে৷ অন্যদিকে পাঠানকোটে হামলার বিষয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা৷
এই হামলার ষড়যন্ত্রকারীদের দ্রূত ধরার জন্য পাকিস্তান সরকারের উপর প্রবল চাপ দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে৷ একইসঙ্গে ভারতকে পাকিস্তানের প্রতি বিশ্বাস রাখার বিষয়টি নিয়েও বলেছেন মার্কিন প্রশাসন৷ নয়াদিল্লিকে ওয়াশিংটনের বলেন, ‘পাঠানকোট কাণ্ডের তদন্তে সময় লাগবে৷ ভারতের উচিত ইসলামাবাদকে বিশ্বাস করা৷’ যদিও পাঠানকোট কাণ্ড প্রসঙ্গে ভারতকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘ভারতের দাবি হামলাকারীদের বিরুদ্ধে যেন তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেয়া হয়৷ এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি৷ সব প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে৷ তবে পাস্তিান এ বিষয়ে যুক্ত রয়েছে তা প্রমাণ করার জন্য ভারতকে আরও যুক্তিপূর্ণ প্রমাণ দিতে হবে৷' সূত্রের খবর, ভারতের কাছ থেকে মৃত জঙ্গিদের ডিএনএ রিপোর্টও চেয়ে পাঠিয়েছে পাকিস্তান৷
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�