বুধবার, ৩০ জুন, ২০২১, ০৩:১৪:৩৬

গজনি দ'খলে নিতে ভ'য়াব'হ হা'মলা শুরু করেছে তালে'বানরা

গজনি দ'খলে নিতে ভ'য়াব'হ হা'মলা শুরু করেছে তালে'বানরা

এবার গজনি দ'খলে নিতে ভ'য়া'ব'হ হা'মলা শুরু করেছে তালে'বানরা। আফগান বাহি'নীর কাছ থেকে মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নি'য়'ন্ত্রণ নিতে এই হা'মলা শুরু করেছে তারা।

গত মঙ্গলবার রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সং'যোগ মহাসড়কে ভারী অ''স্ত্র-গো'লাবা'রু'দ নিয়ে অব'স্থান নিলে সরকারি বাহি'নীর সঙ্গে সং'ঘ'র্ষ শুরু হয়। 

প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালে'বানের এবারের হা'ম'লাটি সবচেয়ে তী'ব্র। সরকারি বাহি'নী হা'রানো এলাকার নিয়'ন্ত্র'ণ ফি'রে পেতে চে'ষ্টা চা'লিয়ে যাচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপ'ত্তা চৌ'কিগুলোর কাছে এদিন তালে'বানদের সঙ্গে সবচেয়ে বেশি সং'ঘ'র্ষ হয়েছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পা'লি'য়ে যেতে বা'ধ্য হন। সেখানকার বেশিরভাগ রা'স্তাঘাট ব'ন্ধ করে দেওয়া হয়েছে। 

গজনিতে বহু বছর ধ'রেই তালে'বানের শ'ক্তিশা'লী উপস্থি'তি রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স'শ'স্ত্র' গো'ষ্ঠীর এবারের হাম'লাটি সবচেয়ে তী'ব্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে