বুধবার, ৩০ জুন, ২০২১, ০৭:২৫:০৩

চীন পরীক্ষিত বন্ধু, কোনো চাপেই কাজ হবে না : ইমরান খান

চীন পরীক্ষিত বন্ধু, কোনো চাপেই কাজ হবে না : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের ওপর চা'প দিচ্ছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন-কে গতকাল (মঙ্গলবার) দেওয়া এক সা'ক্ষাৎ'কারে তিনি এমনটাই ম'ন্ত'ব্য করেছেন।

ইমরান খান আরও বলেন, যত চা'পই আসুক, চা'পের কাছে ন'তি স্বী'কার করবে না পাকিস্তান। চীনের সঙ্গে পাকিস্তানের ৭০ বছরের বেশি সময় ধ'রে বিশেষ ও পরীক্ষিত বন্ধু'ত্ব রয়েছে। কোনো চা'পের মুখে বিশেষ এ সম্পর্কে পরিবর্তন আসবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চা'প অনৈ'তিক। আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব? সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অ'বন'তি ঘ'টা'তে পাকিস্তানের ওপর যতই চা'প আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘ'টবে না।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান খান বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে শ'ক্তিশা'লী রাজনৈতিক মি'ত্র'তা রয়েছে। এ সম্পর্ক শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে গভীর ব'ন্ধ'ন রয়েছে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে