শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৬:৫৪:২৫

‘আইনজীবীদের বিয়ের বাজার মন্দা’

‘আইনজীবীদের বিয়ের বাজার মন্দা’

আন্তর্জাতিক ডেস্ক : পাত্র হিসেবে মেয়ের বাবাদের প্রথম পছন্দ ছিল একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের কথা, এখন বিয়ের পাত্র হিসেবে আইনজীবীদের বাজার একেবারে খারাপ। মেয়ের বাবারা ফিরেও তাকাচ্ছেন না আইনজীবীদের দিকে। সিভিল সার্ভিস কিংবা অন্যান্য পেশার তুলনায় আইনজীবীদের পক্ষে ভাল বউ পাওয়া এখন দুষ্কর বলেই মনে করছেন বিচারপতি তীর্থ সিংহ ঠাকুর। এবেলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। কেন পাত্র হিসেবে এত কম নম্বর আইনজীবীদের? এক্ষেত্রে অবশ্য নীতির প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, ‘দেশে এখন ২০ লক্ষ আইনজীবী আছেন। এই জীবিকায় এখন বাড়তি ভিড়। ফলে অনৈতিক কাজকর্ম বাড়ছে। আইনজীবীদের মূল্যবোধ কমছে। এর জন্য বিয়ের বাজারেও দর কমছে।’ এখানেই না থেমে এই ভিড় নিয়ে টি এস ঠাকুর বলেছেন, ‘এখন বার কাউন্সিল বলতেই পারে যথেষ্ট হয়েছে, আর নতুন আইনজীবী চাই না।’ এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিয়ের বাজারে কেউ যদি বলে, ছেলে আইএএস অফিসার কিংবা আইএফএস, আইপিএস তা হলে ঠিক আছে। কিন্তু কেউ যদি বলেন, তার ছেলে আইনজীবী, তবে মেয়ের বাবারা ‘না না’ বলে পালাবেন। তবে এখনই হাল ছাড়তে বারণ করেছেন প্রধান বিচারপতি। টি এস ঠাকুরের আশা, আইনজীবী পাত্রদের বিয়ের বাজার আজ না হয় কাল ভাল হবেই। আইনজীবীদের বাজার পড়ে যাওয়া নিয়ে কিছুটা রসিকতার সুর শোনা গেলেও এনিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছন প্রধান বিচারপতি। দেশজুড়ে আইনজীবীদের মান নিম্নগামী হওয়া নিয়েও সতর্ক করেছেন তিনি। দিল্লিতে বার কাউন্সিল অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে টি এস ঠাকুর বলেন, কোনও বিষয়ে সুযোগ পাচ্ছে না এমন ছাত্ররাও এলএলবি পড়তে চলে আসছে। কলেজগুলির মানও ভাল নয়। আর এতেই ভিড় বাড়ছে আইনজীবীদের। কমছে বিয়ের বাজার। ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে