বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৮:২৭:৫০

আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই: ইমরান খান

আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: এবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে আফগানিস্তান নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সংসদে বাজেট অনুমোদন পরবর্তী বক্তৃতায় ইমরান খান বলেন, আফগানিস্তানের মানুষ পাকিস্তানিদের ভাই। ফলে তাদের সম্পর্কে ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের বো'ঝাপ'ড়া বেশি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প'রা'জিত হয়েছে এবং সে প'রাজ'য়ের দা'য় তারা আমাদের উপর চা'পা'নোর চে'ষ্টা করছে।

এর আগে নিউইয়র্ক টাইমসের, তালে'বান জো'র করে আফগানিস্তানের ক্ষ'মতা দ'খ'ল করলে পাকিস্তান কী করবে-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেছিলেন; তালে'বানের বিরু'দ্ধে সাম'রিক পদক্ষে'প নেওয়া ছাড়া আমরা সবই করব। আমাদের দেশের সব পক্ষই এই সিদ্ধা'ন্তে একমত। 

আফগানিস্তানে পাকিস্তানের স্বা'র্থ আছে জানিয়ে ইমরান খান বলেন, সেখানে আমাদের স্বা'র্থ হলো- আমরা আফগানিস্তানে শান্তি চাই। এটিই আমাদের সবচেয়ে বড় স্বা'র্থ। পাকিস্তান আফগানিস্তানে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে, সং'ঘা'তের জন্য নয়।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে স'ন্ত্রা'সের বিরু'দ্ধে যু'দ্ধে যুক্তরাষ্ট্রকে সহা'য়তার পথ বে'ছে নিয়েছিল। এতে আমরা ৭০ হাজার মানুষকে হা'রি'য়েছি, ১৫০ বিলিয়ন ডলার ন'ষ্ট করেছি। সেই সময়ে পাকিস্তান তার বন্ধু ও শ'ত্রু'দের মধ্যে পার্থ'ক্য করতে পারেনি। 

ইমরান খান আক্ষেপ করে বলেন, পাকিস্তান অনেক সেবা দিলেও যুক্তরাষ্ট্র সে সব সেবা ও উৎ'স'র্গের মূল্যায়ন করেনি। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র আমাদেরকে ভ'ণ্ড বলে আখ্যা দিয়েছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে উ'পজা'তীয় এলাকায় সে'না পাঠাতে বলেছিল, আমরা সে'না পাঠিয়েছিলাম। কিন্তু তারা (উপ'জা'তী) আমাদের নাগরিক। এর ফলাফল কি ছিল সেই প্রশ্ন রে'খে তিনি বলেন, আমি যখন বলেছিলাম এটা ভু'ল; তখন তারা আমাকে তালে'বান খান বলে সম্বোধন করে। 

পাকিস্তানের ইতিহাসে অ'ন্ধকা'র পি'রি'য়'ড উল্লেখ করে ইমরান খান বলেন, সেই সময়ে পাকিস্তান শ'ত্রু-মি'ত্রের মধ্যে পার্থ'ক্য করতে পারেনি। তিনি প্রশ্ন রাখেন, একটা দেশ কি তার মি'ত্র'দের ওপর হা'মলা চা'লায়?

ইমরান খান বলেন, ৩০ বছর ধ'রে একজন স'ন্ত্রা'সী লন্ডনে বসে আছে। তারা কি আমাদের তাকে আ'ক্র'মণ করতে দে'বে? মুত্তাহিদা কওমি আ'ন্দো'লনের প্রতিষ্ঠান আলতাফ হোসেনকে উল্লেখ করে তিনি এমন প্রশ্ন রাখেন। ইমরান খান বলেন, তারা যদি আমদের অনুমতি না দেয় তাহলে আমরা কেন? আমরা কি মে'শি'নম্যা'ন, নাকি অর্ধে'ক মানুষ, নাকি আমাদের জীবনের মূল্য নেই?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে