বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৮:৪০:৫৮

আইফোন থেকে কেনা গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করল বাবা!

আইফোন থেকে কেনা গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করল বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর বয়সের আশাজ তার বাবা মুহাম্মদ মুতাজার আইফোনে ‘রাই'জ অব ডা'র্ক’ গে'মটি খেলছিল। প্রায় এক ঘণ্টা ধ'রে খে'লার পর গে'মটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল ২০৪ টাকা থেকে সর্বাধিক ১০ হাজার টাকা। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফে'লেছিল আশাজ।

তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল গিয়ে দাঁ'ড়িয়েছিল ১ লাখ ৩৩ হাজার টাকায়। শেষে নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।
প্রথমে মুতাজা ভেবেছিলেন তাকে প্র'তা'রিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের একটি মেইল পান। তাতে টাকার পু'রো পরিমাণটাই লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যা'পলকে অভি'যোগ জানান। তারা মুতাজাকে ২১ হাজার টাকা ফেরত দিয়েছে। যদিও এ ধরনের লে'নদে'ন করতে গেলে পাস'ওয়া'র্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সু'রক্ষি'ত থাকে।

মুতাজা জানান, হয়ত তাঁর ছেলে সেই পাস'ওয়া'র্ড জে'নে ফেলেছিল। একই সঙ্গে তাঁর প্রশ্ন, বাচ্চাদের এই গে'মে এক একটি অ্যাপের দাম এত বেশি রাখা হয়েছে কেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বা'র'স্থ হওয়ার চি'ন্তাভাবনা করছেন মুতাজা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে