শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:২১:১৫

তালিকায় ৩ নম্বরে সৌদি আরব

তালিকায় ৩ নম্বরে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে শান্তি দেশের তালিকায় তিন নম্বরে সৌদি আরবের নাম।  অবশ্য দেশটি আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি সমালোচিত হচ্ছে।

উইন/গ্যালাপ ইন্টারন্যাশনালের চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। জরিপে ৬৮টি দেশের ৬৬ হাজার ৪০ জন মানুষের মতামত নেন তারা।

এ তালিকায় শীর্ষ দশে নেই কোনো ইউরোপীয় দেশের নাম।  তালিকায় সৌদি আরবের ওপরে থাকা দেশ দুটি হচ্ছে ফিজি এবং কলম্বিয়া।

৬৮টি দেশের মধ্যে চালানো জরিপে ফিজিকে এক নম্বরে রাখলেও কলম্বিয়াকে নিয়ে বিতর্ক রয়েছে।  দেশটি মাদক চোরাচালানসহ সরকারি দুর্নীতির জন্য বিশ্বজুড়ে সমালোচিত।

এ তালিকায় এক নম্বরে থাকা ফিজি তার প্রকৃতিক বৈশিষ্টের জন্য সুবিধা পেয়েছে বলে জরিপে জানানো হয়েছে।  পুরো জানুয়ারিজুড়ে দেশটিতে গড়ে তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শান্তির দেশের তালিকার পাশাপাশি অশান্তির দেশের একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।  এ তালিকায় তিন নম্বরে ইউরোপের দেশ গ্রিস।  ইতালি ও ফ্রান্স রয়েছে দশম স্থানে।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে