শুক্রবার, ০২ জুলাই, ২০২১, ০৮:১৮:৫৫

শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে

শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে

এক কঠিন পরিস্থি'তির মুখে কানাডা। তী'ব্র তাপদা'হে মা'রা যাচ্ছে মানুষ। গত কয়েকদিন ধরে রেক'র্ড পরিমাণ তাপদা'হ চলছে। নজিরবি'হীন তাপদাহের পাশাপাশি দা'বানল ছ'ড়িয়ে পড়েছে। এ কারণে ওই অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের লিটন গ্রামের শ’ খানেক ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভি'ত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর ওই গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দা'বানলে ওই গ্রামের ৯০ শতাংশ পু'ড়ে গেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে