সোমবার, ০৫ জুলাই, ২০২১, ১১:১৬:৩৫

অক্সিজেন সংকটে ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে ৬৩ রোগীর মৃত্যু

অক্সিজেন সংকটে ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে ৬৩ রোগীর মৃত্যু

মর্মা'ন্তিক ঘটনা ঘটল ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে। শেষ হয়ে গিয়েছিল অক্সিজেন তাই সিলিন্ডার পরিবর্তন করতে গিয়ে ঘটল এমন দুঃখজনক ঘটনা। রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

অক্সিজেন সং'কট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়া জুড়েই করোনা সং'ক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টিন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানায়, ইন্দোনেশিয়ার সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। মা'রা গেছে ৬০ হাজার ৫৮২ জন।-ভয়েস অব আমেরিকা 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে