আন্তর্জাতিক ডেস্ক : গত ১০ বছরে ভারতে সাড়ে ৭ লাখ মুসলমান ও খ্রিষ্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে বলে দাবি করেছে দেশটির ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’।
সংগঠনের নেতা প্রবীণ তোগাদিয়া শুক্রবার এ দাবি করেন। এ সময়ে ৫ লাখের বেশি খ্রিষ্টান ও আড়াই লাখ মুসলমান হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন দাবি করেন তিনি।
ভারতে হিন্দুত্ববাদ অক্ষুন্ন রাখতে সঙ্ঘ পরিবারের ‘ঘর ওয়াপসি’র নামে ধর্মান্তরকরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তোগাদিয়া।
হিন্দুত্ববাদী নেতা তোগাদিয়া বলেন, ‘ঘর ওয়াপসি’র আওতায় গত ১০ বছরে ৫ লাখ খ্রিষ্টান ও আড়াই লাখ মুসলমানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। প্রতিবছর আমাদের টার্গেট ছিল ১৫ হাজার। কিন্তু ২০১৫ সালে আমরা ৪০ হাজারের লক্ষ্যামাত্রা ছাড়িয়েছি। এর মধ্যে রাষ্ট্রীয় স্বয়ং সঙ্ঘ (আরএসএস) কর্তৃক ধর্মান্তরিতদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, যদি ভারতে হিন্দু ধর্মের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হয় তাহলে সারাদেশে আরো অনেক ‘ঘর ওয়াপসি’ গড়ে তুলতে হবে। এসময় তিনি পাকিস্তানে বসবাসরত সব হিন্দুকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি জানান তিনি।
অযোদ্ধায় রামমন্দির নির্মার্ণের কথাও উল্লেখ করেন ডানপন্থী উগ্রবাদী নেতা তোগারিয়া। সূত্র : জিনিউজ
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম