মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৩:৫৬:২৯

ডেল্টার পর করোনার নতুন আতঙ্ক ল্যাম্বডা, ৩০ দেশে শনাক্ত

ডেল্টার পর করোনার নতুন আতঙ্ক ল্যাম্বডা, ৩০ দেশে শনাক্ত

সারা বিশ্বজুড়ে করোনার প্রভাব শুরু হওয়ার পর মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে।  ধারাবাহিকভাবে আলফা,বেটা,গামা,ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বজুড়ে তা'ণ্ডব চা'লাচ্ছে। তবে এবার ডেল্টার পর নতুন আত'ঙ্ক ছ'ড়াচ্ছে করোনার ল্যাম্বডা ভ্যারি'য়েন্ট।  এরইমধ্যে ৩০টি  দেশে ল্যাম্বডা ভ্যারি'য়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মালোয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনার এই ল্যাম্বডা ভ্যারিয়েন্ট প্রথম ধরা পড়ে পেরুতে। গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে 'ভ্যারিয়ে'ন্ট অফ ইন্টা'রেস্ট' নাম দিয়েছে।  এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারি'য়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রা'ন্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপস'র্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারি'য়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছ'ড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা।

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভ'য়াব'হ হবে এই ভ্যারি'য়েন্ট।  কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

এদিকে ল্যাম্বডার বিরু'দ্ধে ল'ড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে