বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ১১:২০:৫৬

ব্যাপক সংঘর্ষ, তালেবানরা দখল করে নিচ্ছে একের পর এক জেলা

ব্যাপক সংঘর্ষ, তালেবানরা দখল করে নিচ্ছে একের পর এক জেলা

মার্কিন সৈন্য সরিয়ে শুরু হওয়ার পর থেকে তালেবানের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ যেন বেড়েই চলেছে।  খুব দ্রুততার সঙ্গে সব সৈন্য সরিয়ে নেওয়া হবে এমন ঘোষণার পর থেকে এটি আরো বেড়ে গেছে। 

এ দিকে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার একই সময়ে দেশটির সরকার অন্তত ৮০ জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনো কোনো জেলা তালেবান জোর করে দখল করেছে এবং কোনো কোনো জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রথম দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ-সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য ১৫০টির বেশি জেলা দখল করার দাবি করেছে। আর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে, দেশটির নিরাপত্তাবাহিনী গত দু’সপ্তাহে ১৪ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আফগানিস্তানের মোট জেলা সংখ্যা ৩৮৮।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে