শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১১:০১:৪৬

বয়স ৬, কিন্তু আদব-কায়দা দেখলে তাক লেগে যাবে

বয়স ৬, কিন্তু আদব-কায়দা দেখলে তাক লেগে যাবে

আন্তর্জাতিক ডেস্ক : বয়স তার মাত্র ৬ বছর, কিন্তু তাতে কী? ছোট্ট শিশু লিলে শিখে গেছে জেন্টলম্যান হওয়ার প্রথমিক পাঠ।  সেইসঙ্গে জীবনের দায়িত্ব নেয়ার জন্যও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে সে।  ছোট্ট লিলের আদব কায়দা দেখলে তাক লেগে যাবে প্রাপ্তবয়স্ক পুরুষদের।

প্রতিমাসে নিজের পকেটমানি বাঁচিয়ে লিলে তার মা নিক্কোল পাউলুনকে ডিনারে নিয়ে যায়।  অবশ্য পকেটমানি বললে সত্যি বলা হবে না, লিলে তার মাকে ডিনারে নিয়ে যায় তার রোজগারের টাকা দিয়ে।

এই টাকা বাড়ির টুকটাক কাজ করে এবং বাড়ির কাজে মাকে সাহায্য করে পারিশ্রমিক হিসেবেই পায় সে।  শুধু তাই নয়, বিলের টাকা মিটিয়ে ওয়েটার বা ওয়েট্রেসকে ভালোমতো টিপসও দেয় ছোট্ট লিলে।

ফেসবুকে লিলের একটা ছবি পোস্ট করে তার মা নিক্কোল লিখেছেন, আপাতত স্পাইডারম্যান ওয়ালেট থেকে টাকা বের করতেই ব্যস্ত লিলে।  তবে আমি এখন ছেলেকে সঠিক টেবল ম্যানার্স শেখানোর চেষ্টা করছি।  ওকে একটা কথা বারবার বলেছি, মাকে বা ভবিষ্যতে অন্য কাউকে ডেটে নিয়ে এসে ফোনে ব্যস্ত থাকাটা ভালো না।  ওকে এভাবেই টাকার মূল্য বোঝানোর চেষ্টাও করছি আমি।  সেই সঙ্গে রয়েছে অঙ্কের পাঠও।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

নিক্কোলের মতে, ছেলেকে তিনি এ বয়স থেকেই শেখাতে চান কীভাবে মেয়েদের সম্মান দিতে হয়।  বড় হয়ে যাতে আদর্শ পুরুষ হয় লিলে সেই চেষ্টাতেই এখন ব্যস্ত নিক্কোল।  

সব শেষে ছোট্ট ছেলের উদ্দেশ্যে রয়েছে নিকোলের আন্তরিক বার্তা... ‌‘এখন যেমন তোমার মা আর ছোট বোন তোমাকে পেয়ে খুব গর্বিত, ঠিক তেমনই ভবিষ্যতে তোমার বন্ধুরা এবং গার্লফ্রেন্ডরাও নিজেদের লাকি মনে করবে তোমাকে পেয়ে।
৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে