শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০২:৫৪:৫৮

মালয়েশিয়ায় নিজ বাড়ির বাইরে সাদা পতাকা উড়লেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা

 মালয়েশিয়ায় নিজ বাড়ির বাইরে সাদা পতাকা উড়লেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা

করোনা মহামারির তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে পর্যটনের দেশ মালয়েশিয়া। গড়ে প্রতিদিন শনাক্ত প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই। লকডাউনে অতি জরুরি কোনো কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে কারও সাহায্যের প্রয়োজন হলে নিজ বাড়ির বাইরে সাদা পতাকা উড়াচ্ছেন দেশটির মানুষ। আর এতেই বাড়িতে পৌঁছে যাচ্ছে খাবারসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় লকডাউন শুরু হয় গত বছরের ১৮ মার্চ। সময়ের প্রয়োজনে কখনো শর্ত সাপেক্ষে শিথিল আবার কখনো কঠোর করা হলেও পুরোপুরি কখনো উঠিয়ে নেওয়া হয়নি লকডাউন। এখনো দেশটিতে একমাসের অধিক সময় ধরে চলছে কঠোর লকডাউন। 

মহামারি ও লকডাউন পরিস্থিতিতে বিপর্যস্ত স্বল্প আয়ের পরিবারগুলোর সাহায্য প্রার্থনার প্রতীক হিসেবে 'বেনদেরাপুতিহ বা সাদা পতাকা' প্রদর্শনের একটি ক্যাম্পেইন গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার জনগণের মধ্যে জনপ্রিয়তা পায়। এর জবাবে প্রতিবেশি, বিভিন্ন সেক্টরের তারকা ব্যক্তিত্ব এবং বহু প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এইসব অভাবী পরিবারের পাশে দাঁড়াতে শুরু করে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে