বুধবার, ১৪ জুলাই, ২০২১, ১১:১৭:৩১

ভয়াবহ এক পরিস্থিতি, নিহতের সংখ্যা বেড়ে ৭২, আটক ১২শর বেশি মানুষ

ভয়াবহ এক পরিস্থিতি, নিহতের সংখ্যা বেড়ে ৭২, আটক ১২শর বেশি মানুষ

ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হেয়েছে দক্ষিণ আফ্রিকায়। সহিংসতা শুরু হয় মূলত সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে পাঠানোকে ঘিরে। চলমান এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে । এরইমধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ১০ জন। সহিংসতার কারণে সাড়ে ১২শর বেশি মানুষকে আটক করা হয়েছে।

সহিংসতার পাশাপাশি দেশটিতে লুটপাত, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। জোহানেসবার্গকে রক্ষায় মাঠে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দোকানগুলোতে লুটপাট ও অগ্নিকাণ্ডের সময় ডারবানের একটি ভবন থেকে একটি শিশুকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন,১৯৯০ সালের পর এমন ধ্বংসাত্মক পরিস্থিতি দেশটিতে দেখা যায়নি। তিনি বলেন, মারাত্মক সহিংসতা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল রাজ্য দুটিকে আঁকড়ে ধরেছে।

আদালত অবমাননার দায়ে ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়।প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেন দেশটির সাংবিধানিক আদালত। পরে অবশ্য জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে