 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে ঘুরে ঘুরে 'খেলা হবে' স্লোগানকে তৃণমূলের ভোটের অস্ত্র করে তুলেছিলেন, এবার আগামী লোকসভার আগেও মমতা ব্যানার্জীর বাজি সেই শব্দবন্ধই।
তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনের মঞ্চে মমতার হুঁশিয়ারির সুরে বললেন, 'বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে।' আগামী কয়েকদিনের মধ্যেই নয়াদিল্লি যাচ্ছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, আগামী লোকসভা ভোটকে এখন থেকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।
সেই লক্ষ্যেই রাজ্যের গণ্ডি টপকে গোটা দেশজুড়ে মমতা ব্যানার্জীর ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দিল্লিতে বাদল অধিবেশনের মাঝে শরদ পাওয়ার, পি চিদম্বরমের মতো নেতারা বঙ্গের মুখ্যমন্ত্রীর শহিদ দিবসের বক্তব্য শুনেছেন। আর তাদের সামনেই কিছুদিন আগের সোশ্যালে ট্রেন্ডিং 'বেঙ্গলি প্রাইম মিনিস্টার' প্রসঙ্গ উসকে বিজেপি বিরোধী প্রধান মুখ হওয়ার পথে পা বাড়িয়ে মমতা দেশজুড়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ ছুড়লেন।
মমতা বলেন, 'সব নেতাদের বলছি, ফ্রন্ট তৈরি করুন। পরের সপ্তাহে দু’তিনদিনের জন্য দিল্লি যাব। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করব। শরদ পাওয়ারদের অনুরোধ, দিল্লিতে বৈঠকের আয়োজন করুন। সেই বৈঠকে আমিও থাকব, আলোচনা হোক।' বিজেপির উদ্দেশে আক্রমণের ঝাঁঝ বাড়ানোর পাশাপাশি বিরোধী ঐক্য গড়ার বার্তায় তিনি জোড়েন, 'বিজেপি শুধু দলকে গুরুত্ব দেয়। জনগণের জন্য কাজ করলেই বাধা দেয়। আমাদের ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে নিখরচায় রেশন-চিকিৎসা। পুরো দেশে এখন বেকারত্ব-হিংসার জেরে হতাশা। আমরা নতুন সরকারের নামে আলো আনব।'