আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বলছে, ইরান যদি মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ‘বাড়তি ব্যবস্থা’ গ্রহণ করা হবে।
কিন্তু কি রকম ব্যবস্থা নেওয়া হতে পারে তা উল্লেখ করা হয়নি।
শনিবার রিয়াদে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরান যদি তাদের বর্তমান নীতি না বদলায় তবে আমরা তাদের বিরুদ্ধে বাড়তি ব্যবস্থা গ্রহণের কথা আলোচনা করেছি।’
জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে সৌদি আরবের অবস্থানের প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করেছেন। এবং বৈঠক শেষের বিবৃতিতে বলা হয়, ‘ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’
সোদি আরব ইরানে তাদের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার জেরে সবরকম কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।
রিয়াদ অভিযোগ করেছে, ‘যখন তাদের দূতাবাসে সন্ত্রাসী হামলা চালিয়ে আগুন দেয় তখন ইরানি কর্তৃপক্ষ অন্ধের মত আচরণ করে। তাদেরকে জানানোর পরেও তারা সাথে সাথে কোনো ব্যবস্থা নেয়নি।’
সূত্র: আলজাজিরা
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ