শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৪:৫৩:৫৮

আফগানিস্তানের বিমান বাহিনীর হা'মলায় ২৭ তালেবান যো'দ্ধা নিহ'ত

আফগানিস্তানের বিমান বাহিনীর হা'মলায় ২৭ তালেবান যো'দ্ধা নিহ'ত

মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তালেবানরা আবারো একের পর এক এলাকা দ'খল করতে থাকে। এমন অব'স্থায় অনেকটা বে'কায়দায় পড়ে যায় আফগান নিরাপত্তা ব্যবস্থা। অবশেষে সেই রাশ টে'নে ধ'রতে বিমান হা'মলা শুরু করল আফগান সরকার।

এদিকে, শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের বিমান বাহিনীর হা'মলায় বৃহস্পতিবার রাতে ১৭ তালেবান যো'দ্ধা নিহ'ত হয়েছেন। এ ছাড়া কাপিসা প্রদেশের নিজরাব জেলায় অপর বিমান হা'মলায় তালেবানের ১০ জন নিহ'ত হয়েছে। 

এতে আরো বলা হয়, আফগানিস্তানে তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হা'মলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এ হা'মলার কথা জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকে সহায়তা করতে আমরা বিমান হা'মলা চা'লিয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কিরবি।

হেলমান্দ, কাপিসা, কুন্দুজ, তাকার, বাদাখশান, লোগার, কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তী'ব্র সংঘ'র্ষ হচ্ছে তালেবান যো'দ্ধাদের। সংঘ'র্ষের মধ্যেই দেশের ২১৫ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে।

তবে তালেবানের দ'খলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছেন মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হা'মলা চলবে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ হা'মলার বৈধতা দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে