শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৯:৫৩:০৩

লাশ কাটা ঘরে ডোমের চাকরি করতে অধিকাংশ ইঞ্জিনিয়ারসহ উচ্চশিক্ষিতদের আবেদন!

 লাশ কাটা ঘরে ডোমের চাকরি করতে অধিকাংশ ইঞ্জিনিয়ারসহ উচ্চশিক্ষিতদের আবেদন!

মৃত মানুষ সামলানোর কাজ। হাসপাতালের লাশ কাটা ঘরে সেই কাজে ছয়জনকে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন ভারতের কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই কাজ করতে চেয়ে দু’হাজারের মতো আবেদনপত্র জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তররাও রয়েছেন তালিকায়।

হাসপাতালের ডোমের চাকরির জন্য আবেদন চেয়ে গত ডিসেম্বরেই বিজ্ঞাপনটি দিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। ছ’টি শূন্যপদ। ন্যূনতম যোগ্যতা অষ্টম উত্তীর্ণ। তা ছাড়া প্রার্থী ডোমের পরিবারের সাথে যুক্ত হলে বা তার লাশঘরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। তবে আবেদনকারীরা সেসব শর্তের পরোয়া করেননি। বরং প্রচুর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই কাজ করতে চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কর্তাব্যক্তিরা।

পরীক্ষার ভিত্তিতেই চাকরি। এনআরএস সূত্রে জানানো হয়েছে, ২ হাজার আবেদনের মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেয়া হয়েছে। তবে ‘অতি যোগ্য’ প্রার্থীদের ভিড়ে ডাক পাননি ডোমের পরিবারের সাথে যুক্ত থাকা বহু প্রার্থীই।

এমন পরিস্থিতি কেন! তা স্পষ্ট নয় এনআরএস কর্তৃপক্ষের কাছে। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, এই ঘটনায় দেশের বেকারত্বের পরিস্থিতিই প্রকট হয়ে ধরা পড়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে