আন্তর্জাতিক ডেস্ক :স্ত্রীকে চমকে দিলেন সেই লটারিজয়ী বলিন। স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের শত শত নজির রয়েছে। যুগে যুগে স্বামীরা তাদের প্রিয়তমা স্ত্রীর জন্য বিশেষ উপলক্ষের দিনগুলোতে সারপ্রাইজ দেয়ার চেষ্টার কমতি রাখেন না। স্ত্রীর জন্য ঠিক এমই এক সারপ্রাইজ জমিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মিসৌরির অধিবাসী এক ব্যক্তি।
অপারেশন ইঞ্জিনিয়ার থেকে অবসর নেওয়া তিন সন্তানের জনক রবার্ট বলিন নামের ঐ ব্যক্তি ডিসেম্বরের ৩ তারিখে জানতে পারেন তিনি মিসৌরির একটি লটারি ড্রতে অংশ নিয়ে ২০ লাখ ডলার (প্রায় ১৬ কোটি টাকা) জিতেছেন। কিন্তু এটা জানার পর এ ব্যাপারে পরিবারের কাউকে তিনি না জানিয়ে খবরটি বেমালুম চেপে যান।
তিনি সিদ্ধান্ত নেন তার স্ত্রীকে বড়দিনে শুভেচ্ছা জানাতে জীবনের সব চেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার। যেই চিন্তা সেই মোতাবেক কাজ। উৎসবের দিনে কোনো এক ফাঁকে স্ত্রীর কানে কানে জানিয়ে দেন পুরষ্কার জয়ের কথাটি। তারপর এমন সারপ্রাইজ পেয়ে স্ত্রী আনন্দ উদযাপনে হন বাঁধভাঙ্গা।
প্রতি বছর বড়দিনের উৎসবের আগে যুক্তরাষ্ট্রের আন্তঃপ্রদেশ লটারি ছাড়া হয়। সেখানে অংশগ্রহণ করতে স্থানীয় অধিবাসীদের ধুম পড়ে যায়। তার কারণ লটারিতে টাকার অংক। গত বছর লটারিতে এই প্রাইজমানির পরিমাণ ছিল ৭০ কোটি ডলার!
সূত্র: ডেইলি মেইল
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ