রবিবার, ২৫ জুলাই, ২০২১, ০৫:২০:১৮

সিরিয়াকে ভাঙার গভীর ষড়যন্ত্র, কুর্দিদের জন্য স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা

সিরিয়াকে ভাঙার গভীর ষড়যন্ত্র, কুর্দিদের জন্য স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেদেশের কিছু এলাকা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সরকার গঠনের যে কথা বলা হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। ২০১১ সাল থেকে সিরিয়া সরকার বিদেশি মদদপুষ্ট বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।

প্রায় ১০০টি দেশ থেকে অস্ত্রধারীদেরকে ভাড়া করে এনে সিরিয়ায় জড়ো করা হয় এবং পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো ও পশ্চিম এশিয়ায় তাদের মিত্র দেশগুলো এসব অস্ত্রধারীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ। অস্ত্রধারীদেরকে লেলিয়ে দেয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার জনপ্রিয় আসাদ সরকারের পতন ঘটানো যারা কিনা এ অঞ্চলে ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

কিন্তু প্রায় এক দশক ধরে যুদ্ধ করেও শত্রুরা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে তো পারেনি বরং সিরিয়া সরকার রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। তারা বিদেশী মদদপুষ্ট এসব অস্ত্রধারীদের পরাজিত করতে সক্ষম হলেও অস্ত্রধারীরা এখনো উত্তর-পূর্ব সিরিয়ার ইদলিব প্রদেশের কিছু জায়গা এখনো নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সহযোগিতায় তারা এখনো ওই স্থানে অবস্থান করছে।

চলতি বছর মে মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচনে বাশার আল আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যুদ্ধের ময়দানে সিরিয়ার সরকার ও সেনাবাহিনী শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়ার পর বাশার আল আসাদের প্রতিপক্ষরা এখন রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার ও সিরিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। শত্রুর অন্যতম একটি কৌশল হচ্ছে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ আরো বেশ কিছু জায়গা নিয়ে আলাদা স্বায়ত্বশাসিত এলাকা গঠন করা। 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় সশস্ত্র কুর্দিরা যুক্তরাষ্ট্রের সহায়তায় স্বায়ত্বশাসিত এলাকা গঠনের চেষ্টা করছে এবং তারা সিরিয়ায়ও ইরাকের কুর্দিদের মতো স্বায়ত্বশাসিত এলাকা গঠনের দাবি জানাচ্ছে। সিরিয়ার ডেমোক্রেটিক দলের সামরিক শাখার কমান্ডার মাজলুম আবাদি বলেছেন, সিরিয়ার বর্তমান অবস্থা ২০১১ সালের মতো নেই সে কারণে সিরিয়ার শাসন ক্ষমতায় কুর্দিদের আরো বেশি ভূমিকা পালনের সুযোগ দেয়া উচিত।

বাস্তবতা হচ্ছে, কুর্দি মিলিশিয়া বাহিনী তাদের স্বায়ত্তশাসনের দাবিকে আরো পাকাপোক্ত করার জন্য দেশটির উত্তরাঞ্চলের প্রাকৃতিক সম্পদ বরদখলে রেখেছে এবং সেখান থেকে তেল উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে এবং সেই অর্থ তারা তাদের প্রস্তাবিত স্বায়ত্তশাসিত এলাকার বিভিন্ন চাহিদা পূরণে ব্যয় করছে। তাদের এ কাজে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কিছু দেশ সহযোগিতা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি এলিজা প্রাসাদে সিরিয়ার স্বায়ত্তশাসনের দাবিদার একদল প্রতিনিধিকে সাক্ষাত দেন। 

এ সাক্ষাতে প্রতিনিধি দলের এক নেতা বার ইয়াভান খালেদ তাদের স্বায়ত্বশাসনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য ফরাসি প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের প্রস্তাবিত স্বায়ত্তশাসিত এলাকায় কোনো কোনো আরব দেশের কর্মকর্তারা সেখানে যাচ্ছেন এবং তারা ওই এলাকাকে সিরিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রচার চালাচ্ছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল করা। প্রকৃতপক্ষে স্বায়ত্তশাসিত এলাকা গঠন সিরিয়ার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে