আন্তর্জাতিক ডেস্ক : বোরকা না পরার অপরাধে এক সিরীয় তরুণীকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নারী যোদ্ধা।
এর আগে সিরিয়ার রাকা শহরে রুকিয়া হাসান নামে এক নারী সাংবাদিককে হত্যা করে আইএস।
জানা গেছে, আইএস নির্ধারিত পোশাক না পরায় সিরিয়ায় আলেপ্পোর মানবিজ শহরে ২১ বছর বয়সী ওই সিরীয় তরুণীকে হত্যা করা হয়েছে। ওয়াম ফারুক নামক আইএসের নারী যোদ্ধা নির্যাতন শেষে ওই তরুণীকে হত্যা করে।
আইএসের নিয়ম অনুযায়ী, সৌদিদের মতো পর্দা, দুই স্তরে চোখ ঢাকা, বোরকা ও হাতমোজা পরতে হবে। একই সঙ্গে কোনো স্থানে যেতে হলে পুরুষ সঙ্গী নিয়ে যেতে হবে নারীদের।
সিরিয়া ও ইরাকের আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে কোনো নারী আইএস নির্ধারিত পোশাক না পড়লে কঠোর নির্যাতনের শিকার হন।
১০ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন