বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৯:৫৬:৪৯

'তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তান একটি বিচ্ছিন্ন দেশ হবে'

'তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তান একটি বিচ্ছিন্ন দেশ হবে'

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, 'তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তানকে 'একঘরে' করে রাখা হবে।' মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই কথা বললেন যখন বিদ্রোহীগোষ্ঠী তালেবান একের পর এক আফগানিস্তানের এলাকা দখল করে নিচ্ছে। তালেবান দাবি করেছে, দেশটির ৯০ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। যদিও আফগানিস্তানের সরকার তালেবানের দাবি অস্বীকার করছে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার রাতে ভারত সফরে এসেছেন। প্রধানত আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক স্থিতি ও করোনা মোকাবিলাসংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বিস্তার নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন তিনি। ভারতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে যদি মানুষের অধিকারকে সম্মান দেখানো না হয়, যদি আফগানিস্তানে নিজ দেশের জনগণের ওপর হত্যাকাণ্ড চালানো হয়, তাহলে দেশটি একটি 'জাতিচ্যুত রাষ্ট্র' বা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ হবে। 

ব্লিনকেন বলেন, তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি চায়। তারা আফগানিস্তানের জন্য সমর্থন চায় এবং আরও চায় যে, তাদের (তালেবান) নেতারা বিশ্বে মুক্তভাবে ঘুরে বেড়াবে। কিন্তু জোরপূর্বক দখল এবং মানবাধিকার লঙ্ঘন করে এসব অর্জন করা যাবে না। এসব অর্জনে একটাই পথ; সেটা হলো আলোচনার টেবিলে শান্তিপূর্ণভাবে মীমাংসায় আসা। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সমস্যা সমাধানে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে