রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৪:৪১:৪৬

মার্কিন ড্রোন চুরির দায়ে গ্রেফতার পাকিস্তানি

মার্কিন ড্রোন চুরির দায়ে গ্রেফতার পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাবাহিনীর কাজে ব্যবহৃত একটি ড্রোন চুরি হয়ে গিয়েছে। এই ড্রোনটি চুরির অভিযোগ উঠল পাকিস্তানের এক নাগরিকের বিরুদ্ধে। সেই ব্যক্তির নাম সাঈদ বাকার আশরাফ। জানা যায়, লাহোরের একটি কোম্পানির মাধ্যমে আশরাফ এই চোরাকারবারি চালিয়েছে। তবে তিনি এই ড্রোনটি তার ব্যক্তিগত কাজের জন্য চুরি করেন নি। পাকিস্তান সেনাবাহিনীর জন্যই এই ড্রোনটি চুরির কাজ করেছে বলে জানা যায়। ড্রোন চুরির মামলায় আশরাফের বিরুদ্ধে মার্কিন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত এক বছরের বেশি সময় ধরে মামলাটি চললেও আমেরিকার ফিনিক্সের এই আদালতে ৬ জানুয়ারি এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, ২০১২-১৪ সালের মধ্যে একাধিক উপায়ে অর্থ লেনদেনের মাধ্যমে এক মার্কিন সংস্থাকে ৬২ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে আশরাফ। প্রায় এক বছর আগে ব্রাসেলস থেকে আশরাফকে গ্রেফতার করা হয়। এরপর চারমাস পর তাকে নিয়ে আসা হয় আমেরিকায়। গত ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট মামলায় শেষবারের মতো আদালতে হাজির করা নো হয় আশরাফকে।
১০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে