রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৫:৪৮:৫৭

অবশেষে ইসরাইলি জাহাজে হামলা নিয়ে মুখ খুললো ইরান

অবশেষে ইসরাইলি জাহাজে হামলা নিয়ে মুখ খুললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আরব সাগরে গত বৃহস্পতিবার রাতে ইসরাইলি তেলবাহী জাহাজে হামলা নিয়ে মুখ খুলেছে ইরান। ইসরাইল প্রথম থেকেই এ হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করে আসছে। শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ও প্রমাণ পর্যন্ত দিয়েছে তেলআবিব। কিন্তু রোববার নীরবতা ভেঙে ইসরাইলি অভিযোগের জোরালো প্রতিবাদ জানিয়েছে ইরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইল এ অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা ছড়াচ্ছে। তারাই এখন ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করতে উঠেপড়ে লেগেছে। জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে মিথ্যাচার করছে ইসরাইল। এ হামলায় কোনোভাবেই ইরান জড়িত নয়।

সম্প্রতি গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরাতে তারা এ হীনপ্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে ইরান। হামলার শিকার এমভি মেরসেল স্ট্রিট নামের ওই ইসরাইলি জাহাজটি একটি জাপানি তেল কোম্পানি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের মাধ্যমে পরিচালনা করে আসছে। জাহাজটির মালিক ইসরাইলি প্রতিষ্ঠান ইয়াল অফের। হামলায় জাহাজের দুই নাবিক নিহত হন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে