রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৮:১১:৩২

আফগানিস্তানের বিমানবন্দরে তালেবানের পরপর তিনটি ক্ষেপণাস্ত্র হামলা

আফগানিস্তানের বিমানবন্দরে তালেবানের পরপর তিনটি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীগোষ্ঠী তালেবানের হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। ক্রমশ গোটা দেশের দখল নিচ্ছে তারা। এবার সরাসরি দেশটির ব্যস্ততম একটি বিমানবন্দর তাদের টার্গেটের শিকার হলো। কান্দাহার বিমানবন্দরে হামলা চালাল এই বিদ্রোহীগোষ্ঠী। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পর পর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার জেরে আপাতত বন্ধ বিমানের ওঠানামা।

তালেবানের মুহুমুহু হামলায় এই মুহূর্তে কোণঠাসা আফগান সেনা ও সরকার। প্রাদেশিক রাজধানীগুলি দখলের চেষ্টা চালাচ্ছে তারা। তালেবানের পাখির চোখ পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাট এবং দক্ষিণের শহর লস্করে গহ। গুরুত্বের বিচারে আফগানিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কান্দাহার। এই বিমানঘাঁটি থেকে একদিকে আফগান সেনাকে যেমন লজিস্টিক সহায়তা প্রদান করা হয়। তেমনই বিমান হানা চালাতেও মেলে সহায়তা। ফলে এই বিমানঘাঁটি দখল করতে চাইছে তালেবানরা। 

গত কয়েকদিন ঘরেই এই এলাকা ঘিরে ফেলছিল তালেবান যোদ্ধারা। তাদের ভয়ে শহর ছাড়ছেন বহু মানুষ। কান্দাহার শহরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকেই হামলা চালাচ্ছে তারা। শহরবাসীর মনে আতঙ্কের সৃষ্টি করছে। সেই উদ্দেশ্যেই শনিবার রাতে কান্দাহার বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় তালেবানরা। যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়ে। এখন কান্দাহার বিমানবন্দরে বন্ধ বিমানের ওঠানামা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে