রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৪:৫২:০৪

‘সেই মুসলিম নারীর কাছে ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহবান’

 ‘সেই মুসলিম নারীর কাছে ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহবান’

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরা মুসলিম নারীর কাছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কাইর)।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।  ওই মুসলমান নারীকে নির্বাচনী সমাবেশ থেকে বের করে দেয়ার ঘটনায় এ আহবান জানায় কাইর।

শুক্রবার রাতে সাউথ ক্যারোলিনার রোড হিলে সমাবেশ করেন ট্রাম্প।  ওই সমাবেশে উপস্থিত হয়েছিলেন রোজ হামিদ নামে এক মুসলমান নারী।  হিজাব পরিহিত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রোজ হামিদ একটি টি-শার্ট পরে বসেছিলেন সমাবেশে।

এতে লেখা ছিল- ‘সালাম, আমি শান্তির জন্য এসেছি’।  সমাবেশে ট্রাম্প যখন সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা মানুষদের আইএসের সমর্থক বলছিলেন তখন রোজ নীরবে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান।

এসময় পাশে বসা লোকজন রোজকে বিদ্রুপ করতে থাকলে তিনিও পাল্টা জবাব দিচ্ছিলেন।  পরে নিরাপত্তারক্ষীরা তাকে সমাবেশ থেকে বের করে দেয়।
 
কাইরের পক্ষ থেকে বলা হয়, সাউথ ক্যারোলিনায় র‌্যালি থেকে রোজ হামিদকে বের করে দেয়ায় আমেরিকান মুসলমানদের হতাশাজনক বার্তা দিয়েছে।

এতে বলা হয়, রোজ হামিদের কাছে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত।  তাকে পরিষ্কার বিবৃতি দিতে হবে যে, অন্যান্য নাগরিকের মতো আমেরিকান মুসলমানরাও জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় অংশ নিতে তার কোনো আপত্তি নেই।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে