সোমবার, ০২ আগস্ট, ২০২১, ০৬:০০:৪১

নানগারহারে তালেবানের ভয়াবহ হামলা, ১০ আফগান সেনা নিহত

নানগারহারে তালেবানের ভয়াবহ হামলা, ১০ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তালেবান। সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। আফগান বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াইয়ের পর এবার নানগারহার প্রদেশে হামলার খবর এলো।

খবরে বলা হয়, তালেবান নানগারহার প্রদেশে হামলা চালিয়ে ১০ সেনা ও পুলিশকে হত্যা করেছে। যদিও তালেবানের এ দাবি প্রত্যাখ্যান করেছে আফগান কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বলা হয়, এ সংঘর্ষে তালেবানের ১৪ জন নিহত হয়েছে। অপরদিকে সরকারি বাহিনীর মাত্র দুজন প্রাণ হারিয়েছেন।

সাড়ে ১৩ হাজারেরও বেশি তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। আফগান সরকার বলছে, তাদের সেনারা গত চার মাসে তালেবানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। গত শুক্রবার আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলা যুদ্ধে ১৩ হাজার ৫৫৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ১১ হাজার ৫৪ জন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে