রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৭:৪৮

‘সব যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকার হাত’

‘সব যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকার হাত’

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে আমেরিকা গোটা বিশ্বের তাদের হুকমত কায়েমের মাধ্যমে রাজত্ব করছে। তার কারণে গত ৩৭ বছরে যত যুদ্ধ হয়েছে তার সব যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকার হাত। সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কিংবা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি সে দেশের সংবাদমাধ্যমকে এমনটাই জানলেন। তিনি দাবি বরেন, ‘আমরা ক্ষমতাধর বিশ্বকে দেখেছি কিভাবে তারা শান্তিকে যুদ্ধে পরিণত করে। আমরা যদি সে তিক্ত ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব, গত ৩৭ বছরে যত যুদ্ধ হয়েছে তার সবগুলির সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত আমেরিকা। মূলত আমেরিকার কারণেই আজ বিশ্বে এতো অশান্তি।’

জেনারেল সালামি আরো জানান, ‘গত ৩৭ বছর ধরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের যুদ্ধ, হুমকি এবং ক্ষমতা পরিবর্তনের জন্য ষড়যন্ত্র দেখেছি। আজ মুসলমানদের ভাগ্য তাদের নীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে এবং মুসলিম দেশগুলোর ওপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। শত্রুদের জন্য অনিরাপত্তা মানে ভিন্ন কিছু যা সবসময় থাকা উচিত। শক্তিধর দেশগুলো এমন একটি বিশ্ব চায় যেখানে সবসময় অনিরাপত্তা ও দুর্দশা থাকবে তবে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে থাকবে।’ জেনারেল সালামি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করে শক্তিধর দেশগুলোর মোকাবিলায় দুর্বল দেশগুলোকে রক্ষা করতে সক্ষম নয়। তিনি সব মুসলিম দেশকে নিজের স্বাধীনতা ও ধর্মীয় পরিচয় রক্ষার জন্য সংগ্রাম করার আহ্বান জানান।
১০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে