মঙ্গলবার, ০৩ আগস্ট, ২০২১, ০৮:৩৯:১০

ভারত-বাংলাদেশ সীমান্তে এনএলএ'ফটির হা'মলায় ভারতের ২ বিএসএফ সেনা নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে এনএলএ'ফটির হা'মলায় ভারতের ২ বিএসএফ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরায় নিষি'দ্ধঘো'ষিত স'ন্ত্রা'সী সং'গঠন ন্যাশনাল লি'বারে'শন ফ্র'ন্ট অফ ত্রিপুরার (এ'নএ'লএফ'টি) হামলায় দুই ভারতীয় সীমান্তর'ক্ষী বাহিনী বিএসএফ সদস্য নিহত হয়েছে। বিএসএফ সূ'ত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমানায় ধালাই জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন।

বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, প্রচ'ণ্ড গো'লাগু'লির সময় সাব-ইন্সপেক্টর ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার মা'রা'ত্ম'ক ভাবে আহত হন এবং পরে মা'রা যান। এছাড়া ঘটনাস্থলে র'ক্তের দা'গ দেখে অ'নুমান করা হচ্ছে প্রতিপক্ষ গ্রু'পটিরও কয়েকজন আহ'ত হয়েছে। তবে নিহত সৈনিকদের অ'স্ত্র স'ন্ত্রা'সীরা নিয়ে যায়। ওই মুখপাত্র আরো বলেন, স'ন্ত্রা'সীদের ধ'রতে ওই এলাকায় বড় ধরনের অভি'যান পরিচালনা করা হচ্ছে। 

বিএসএফ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ত্রিপুরা রাজ্যের ধা'লাই জেলায় আন্তর্জাতিক সীমানায় আর সি নাথ বিএসএফ চৌকির কাছেই এই সংঘ'র্ষের ঘটনা ঘটে। নিহ'তদের মধ্যে এক জন সাব-ইনস্পেক্টর রয়েছেন। বিএসএফ জানিয়েছে, টহ'লদা'রির সময় হঠাৎই এন'এল'এফটি-র কয়েক জন জ'ঙ্গি আচ'মকাই হা'মলা চালায়। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে