রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৬:১৯:১৯

আফগানিস্তানের কান্দাহার ও হেরাতে ভারতীয় দূতাবাসে তালা লাগিয়ে দিলো তালেবান

আফগানিস্তানের কান্দাহার ও হেরাতে ভারতীয় দূতাবাসে তালা লাগিয়ে দিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের দখল নেওয়ার আগে হেরাত, মাজার-ই-শরিফ, গজনির মতো শহরের পতন হয়েছে তালেবানের সামনে। তালেবানি দখলে গিয়েছে কান্দাহারও। এই কান্দাহারেই ভারতীয় দূতাবাসে তালা লাগিয়ে দিয়েছে তালেবান। এদিকে তালেবানের দাবি নিরাপত্তার কারণেই নাকি কান্দাহারের দূতাবাসে তালা লাগিয়েছে তালিবানরা। 

হেরাতেও তালেবানরা তালা ঝুলিয়েছে ভারতীয় দূতাবাসে। তাদের দাবি, ভারতীয় কর্মকর্তারা এলে তাদেরকে নাকি সেই তালার চাবি দিয়ে দেওয়া হবে। পরিস্থিতির উপর নজর রেখেছিল নয়াদিল্লি। আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সেদেশের সঙ্গে বেশ ভাল দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের। বিভিন্ন উন্নয়নমূলক কাজে আফগান সরকারকে সাহায্য করেছে নয়াদিল্লি। সালমা বাঁধ নির্মাণ, সড়ক নির্মাণ থেকে শুরু করে আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পে ভারতকে পাশে পেয়েছে আফগানিস্তান। তবে কাবুল তালেবানদের দখলে চলে গেলে ভারত-আফগান সম্পর্ক কেমন হবে? সেটা এখন বলা যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে