রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৯:৪১:০০

কাবুল দখল করতে নতুন আরেক কৌশল অবলম্বন করল তালেবানরা

কাবুল দখল করতে নতুন আরেক কৌশল অবলম্বন করল তালেবানরা

অবাক সারা দুনিয়ার মানুষ, এতো সহজে তালেবানদের কাছে নতি স্বীকার করবে আফগানি সরকার। এতো তাড়াতাড়ি একের পর এক এলাকা বেদখল হয়ে যাবে! এদিকে তালেবানরা কাবুল দখল করতে নতুন এক কৌশল অবলম্বন হিসেবে জেলখানা থেকে বন্দিদের মুক্তি দিচ্ছে।

কাবুলের ক্ষমতা দখল করার পরেই সেখানকার প্রধান জেলখানার দরজা খুলে দিল তালিবান। সেখানে বন্দি তালিবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাবুলের প্রায় সব সরকারি ভবনের মাথায় উড়ছে তালিবানের পতাকা।

কাবুলের বগরম বিমান ঘাঁটিতে অবস্থিত বগরম কারাগারের দরজা খুলে দিয়েছে তালিবান। এই বগরম কারাগারের দখল ছিল আমেরিকার সেনাবাহিনীর হাতে। কিন্তু আফগানিস্তান থেকে আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে গত ১ জুলাই আফগান সেনাকে সেই জেলের দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, এর আগে কন্দহর থেকে শুরু করে আফগানিস্তানের যে যে শহরের দখল তালিবান নিয়েছে সেই সেই শহরের জেল থেকে বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে