সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১১:৪৬:১৬

আমাদের দেশকে অন্যদের ব্যবহার করতে দেব না, আমরা অন্য কারো ক্ষতি চাই না : তালেবান

আমাদের দেশকে অন্যদের ব্যবহার করতে দেব না, আমরা অন্য কারো ক্ষতি চাই না : তালেবান

বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে পুরো দেশ এখন তালেবানদের দখলে। আজ যুদ্ধও শেষ ঘোষণা করেছে তারা। এদিকে গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।

তালেবান রাজনৈতিক অফিসের এক মুখপাত্র মোহাম্মদ নাসিম আল জাজিরাকে বলেন, তারা নিঃসঙ্গভাবে বাস করতে চান না। তিনি আরো বলেন, শিগগিরই নতুন সরকারের বিষয়টি পরিষ্কার হবে।

নাসিম শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর শুকরিয়া। দেশে যুদ্ধের অবসান ঘটেছে। তিনি বলেন, আমরা দেশের মুক্তি ও জনগণের স্বাধীনতা চেয়েছিলাম, তা পেয়েছি। আমরা আমাদের দেশকে অন্যদের ব্যবহার করতে দেব না। আমরা অন্য কারো ক্ষতি চাই না। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে