আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিতে ইরান আহ্বান জানিয়েছে বলে যে দাবি রিয়াদ করেছে তা প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের সিনিয়র নেতা সালাহ আল-বারদাউইল আজ (রোববার) গাজায় বলেছেন, ‘রিয়াদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য তেহরানের পক্ষ থেকে আমরা কোনো আহ্বান বা আবেদন পাইনি।’ তিনি আরো বলেন, কোনো কোনো মহল আরব জাতিকে হামাসের মতো ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে উস্কে দিতে চায় এবং সে লক্ষ্যে এ ধরনের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
সৌদি দৈনিক আশ-শারকুল আওসাত গতকাল (শনিবার) এক খবরে দাবি করেছিল, সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এর বিনিময়ে হামাসের প্রতি আর্থিক ও সামরিক সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তেহরান।
এমন সময় সৌদি দৈনিক এ দাবি করেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে তেহরানের নেই। বিষয়টি সৌদি আরব উপলব্ধি করবে বলেও তিনি চিঠিতে আশা প্রকাশ করেন।
১০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই