সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০৫:৩৯:৩২

তালেবান কাবুল দখলের পর ফের সম্পর্ক স্থাপনের আহ্বান ইরানের

তালেবান কাবুল দখলের পর ফের সম্পর্ক স্থাপনের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার এক বছরের মাথায় রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে- নিরাপত্তা বিশ্লেষকদের এমন আশঙ্কা অনেকেই আমলে নেননি। কিন্তু বাস্তবে যেটা ঘটল, তা সব ভবিষ্যদ্বাণীই ওলটপালট করে দিল। 

কট্টর ইসলামপন্থী সংগঠনটি যে শক্তি দেখাল, তাতে আফগান সরকার তাদের কাছে নতি স্বীকার করল বিদেশি সেনারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগেই। এদিকে, তালেবান কাবুল দখলের পর বিবৃতি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে ফের সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা রাইসির উদ্ধৃতি দিয়ে বলেছে, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রথম অগ্রাধিকার দিয়ে কাজ করবে ইরান। তিনি ইরানকে আফগানিস্তানের ‘ভাই এবং প্রতিবেশী দেশ’ বলে অভিহিত করেছেন।

কাবুল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রস্থানকে ‘সামরিক ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, এটি (কাবুল থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান) জীবন, নিরাপত্তা এবং স্থিতিশীল শান্তি পুনরুদ্ধারের সুযোগ তৈরি করবে। সূত্র: আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে