সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০৫:৫৩:৫৭

'দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানিস্তান', বন্ধুত্বের বার্তা নিয়ে তালেবানের পাশে ইমরান খান

'দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানিস্তান', বন্ধুত্বের বার্তা নিয়ে তালেবানের পাশে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : বন্ধুত্বের বার্তা নিয়ে চীনের পরে তালিবানের পাশে দাঁড়াল পাকিস্তানও। সোমবার তালেবানের উত্থান নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ''এতদিন পরে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন আফগান মানুষেরা।''

রোববার কাবুল দখলের পরই স্পষ্ট হতে থাকে আফগান সরকারকে পরাস্ত করে দেশে ক্ষমতা দখল করবে তালেবান। তখনই তালেবানের সঙ্গে পাকিস্তান ও চীনের যোগসূত্রের কথা চর্চায় উঠে আসে। সেই প্রেক্ষিতে ইমরানের বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। তবে সোমবর ইমরানের বক্তব্যের মূল কথা এসব নিয়ে ছিল না। তিনি ইংরাজি মাধ্যমে পড়াশোনার বিষয়ে একটি বক্তব্যের মধ্যেই টানেন আফগানিস্তান প্রসঙ্গ।

তিনি বলেন, ''অনেকেই অন্য সংস্কৃতির আদবকায়দা আয়ত্ত করে মজা পান। কিন্তু মনে রাখবেন, অন্যের সংস্কৃতি ঘাড়ের উপর চাপিয়ে দেওয়াটা দাসত্বের সমান। আসল দাস হয়ে বেঁচে থাকার থেকেও এ আরও কষ্টের। এই শিকল ভেঙে ফেলা দরকার। আফগানিস্তানে সেই কাজটাই সফল ভাবে পালিত হচ্ছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে