মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১২:৩৭:৩২

কাবুলে অস্ত্র হাতে নিয়ে জোর করে বিমানে ওঠার চেষ্টা, গুলিতে নিহত ২

কাবুলে অস্ত্র হাতে নিয়ে জোর করে বিমানে ওঠার চেষ্টা, গুলিতে নিহত ২

আফগানিস্তানের কাবুলে অ'স্ত্র হাতে বিমানে ওঠার সময় সোমবার গু'লিতে দুজন নিহত হয়েছেন বলে এক সিনিয়র মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছে।  তারা অ'স্ত্র হাতে নিয়ে জোর করে বিমানে ওঠার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

এর আগে সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে   উড়ন্ত বিমান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়। প্রাণ বাঁৎচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান আকাশে ওড়ার পরেই ছিৎটকে পড়েন তারা। কাবুল বিমানবন্দরের এই মৎর্মাৎন্তিক দুৎর্ঘটনার ভিডিও ফুৎটেৎজ প্রৎকাশ হয়েছে।

রোববার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুৎড়োহুৎড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের শাসন ক্ষমতা ফের তালেবানের কাছে হস্তান্তর করার পর দেশটিতে আতৎঙ্ক বিরাজ করছে।  আ'তঙ্কি'ত সাধারণ নাগরিক আফগানিস্তান ছেড়ে পা'লাতে কাবুল বিমানবন্দরে ভীড় জমিয়েছে। 

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের ম'রদেহ গাড়িতে তু'লতে দেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে