মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১০:২৮:৩০

এবার আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিল ভারত

 এবার আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিল ভারত

তালেবানের দখলে পুরো আফগানিস্তান। বর্তমান পরিস্থিতিতে অনেকেই  আফগানিস্তান ত্যাগ করতে চাচ্ছেন। এদিকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই অগ্রাধিকার। তবে, আফগান শিখ এবং হিন্দুদের উদ্ধার করতেও সাহায্য করবে ভারত । তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর বিবৃতি দিয়ে এমনটাই জানাল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই বিবৃতি জারি করে জানিয়েছেন, যাত্রী বিমান পরিষেবা শুরু হলেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আসতে সাহায্য করা হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তান পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। আপাতত সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই ভারত সরকারের প্রধান লক্ষ্য। আফগানিস্তান নিয়ে ভারত যে খুব ভেবে চিন্তা অবস্থান ব্যক্ত করতে চাইছে এদিনের বিবৃতিতে তা স্পষ্ট। 

প্রায় এক পাতার বিবৃতিতে উল্লেখিত পাঁচটি বিষয়ের মধ্যেই চারটিতেই আটকে পড়া ভারতীয় থেকে শুরু করে সেখানকার শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনকেও যে ভারত সরকার দেশে নিয়ে আসতে চায় এবং সেখানকার যে সমস্ত আফগান সদস্যরা ভারতের সঙ্গে কাজ করেছেন অর্থাৎ সেখানকার কূটনৈতিক ব্যক্তিত্বদের ও আফগানিস্তান থেকে নিয়ে আসার বিষয়ে সাহায্য করবে তাও উল্লেখ করা হয়েছে। শেষ বিষয়টিতেই ভারত যে নিজেদের স্বার্থ বিবেচনা করেই আফগানিস্তানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবে সেকথা বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে