মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১০:৩৯:৪৬

হাইতিতে এখন পর্যন্ত ১৪১৯ জনের মৃত্যু, আহত হাজার হাজার

হাইতিতে এখন পর্যন্ত ১৪১৯ জনের মৃত্যু, আহত হাজার হাজার

ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে। ৭ দশমিক ২ মাত্রার মারাত্মক ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ৬৯০০ জন। তাছাড়াও হাজার হাজার মানুষের এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।

এদিকে হাইতির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এতে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের কারণে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ফলে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বাড়ছে।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ থেকে জীবীতদের উদ্ধারে চেষ্টা চালিয়েছে যাচ্ছেন। স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে