মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০২:৫২:১৫

তালেবানকে ইসলামিক শরিয়া মেনে চলার আহ্বান সৌদি আরবের

তালেবানকে ইসলামিক শরিয়া মেনে চলার আহ্বান সৌদি আরবের

এবার আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার ও তালেবান পুনরুত্থানের পর আতঙ্কে দেশটির কোটি কোটি নাগরিক। তালেবানদের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস নতুন না, তাই স্বাভাবিকভাবেই তালেবানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অনুরোধ, তারা যেন মানবাধিকার লঙ্ঘন না করে।

রয়টার্সের সূত্রে জানানো হয়েছে যে, সৌদি আরবও চায় তালেবান যেন ইসলামিক শরিয়া মেনে সাধারণ আফগানদের জীবন, সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিত করে। গতকাল সোমবার (১৬ আগস্ট) তালেবানের প্রতি এ আহ্বান জানায় সৌদি আরব।

এদিকে ইসলামের সবচেয়ে বড় তীর্থস্থান সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আফগান জনগণের সাথেই আছে সৌদি আরব।

সৌদি আরব আশা করে যে, ইসলামের নীতির ওপর ভিত্তি করে তালেবান এবং আফগানিস্তানের অন্যান্য দল জনগণের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করবে। পরিস্থিতি দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছে সৌদি আরব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে