মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১০:৫১:৫৪

ইসলামের অনুশাসন অনুযায়ী মহিলাদের সব অধিকার রক্ষা করা হবে: তালিবান

ইসলামের অনুশাসন অনুযায়ী মহিলাদের সব অধিকার রক্ষা করা হবে: তালিবান

সমস্ত দেশের সঙ্গে শান্তি বজায় রেখে চলতে চায়। ঘরে বাইরে কোথাও কোনও শত্রু রাখতে চায় না তারা। আফগানিস্তানকে  কবজায় আনার পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করল তালিবান। প্রেসিডেন্ট ভবনের ওই সম্মেলনে তাদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ এও জানায়, ইসলামের অনুশাসন অনুযায়ী মহিলাদের অধিকার সুরক্ষিত রাখবে তালিবান।

গত রবিবার কাবুলে প্রবেশ করে তালিবান। এরপর আফগান প্রেসিডেন্ট আশরফ গনির পদত্যাগ ও তালিবানের সঙ্গে আফগানের সরকারের ক্ষমতার হস্তান্তর প্রসঙ্গে আলোচনায় পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান ফের তালিবানের দখলে চলে এসেছে। তারপর থেকেই দেশময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলোচনা শুরু হয় আবার কি ফিরবে কুড়ি বছর আগের সেই দিনগুলি?

কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তালিবান বারবার জানিয়েছে, তারা হিংসা চাইছে না। এদিনের সাংবাদিক সম্মেলনেও সেই সুরই দেখা গেল। তালিবান মুখপাত্র বলেন, ”ইসলামের বেঁধে দেওয়া কাঠামোর ভিতরে মহিলারা সমাজে সক্রিয় অবস্থানেই থাকবেন।” এমনকী, আফগান মহিলাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করাতেও যে তাদের আপত্তি থাকবে না সেই দাবিও করতে দেখা যায় জাবিউল্লা মুজাহিদকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে