বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০২:২০:৩৭

দুই শর্তে তালেবানের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

দুই শর্তে তালেবানের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

দ্রুত পতন হলো কাবুল শহরও। বলা চলে এখন পুেরা দেশটাই তালেবানের দখলে। সারাবিশ্ব চোখ রাখছে আফগানিস্তানের দিকে। এদিকে মখ খুলল ইউরোপীয় ইউনিয়ন। দুই শর্তে তারা তালেবানের সঙ্গে কাজ করতে রাজি।

মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটালে এবং নারীসহ সবার মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখালেই কেবল তালেবানের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে জোটের এ অবস্থান তুলে ধরেন। খবর রয়টার্সের।

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের দ্রুত পতনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠক শেষে বিবৃতি জোসেপ বোরেল বলেন, আমরা তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছি— এ ধরনের কথা বলিনি। তবে আমাদের অবশ্যই তাদের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করা উচিত, এমনকি নারীদের রক্ষার চেষ্টা করা উচিত আর এ জন্যই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত।

কাবুল দখলের পর তাদের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান জানিয়েছে— তারা অন্য দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় এবং ইসলামি আইনের মধ্যে থেকে তারা নারীর অধিকারের প্রতি সম্মান জানাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে