বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০৬:০৪:২৭

বড় ধাক্কা খেল তালেবানরা, তুমুল লড়াইয়ে পিছু হটল তালেবান বাহিনী, পঞ্জশির প্রদেশে...

বড় ধাক্কা খেল তালেবানরা, তুমুল লড়াইয়ে পিছু হটল তালেবান বাহিনী, পঞ্জশির প্রদেশে...

বড় ধাক্কা খেল তালেবানরা, আফগানিস্তানে আটকে গেল তাদের বিজয়রথ। তুমুল লড়াইয়ে পিছু হটল তালেবান বাহিনী, পঞ্জশির প্রদেশে জেহাদিদের রুখে দিল সদ্য ভেঙে যাওয়া আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহর বাহিনী। পঞ্জশির সীমান্তে সালেহ বাহিনীর সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠতে পারল না তারা।

পঞ্জশির  চিরদিনই তালিবানদের শক্ত গাঁট হিসাবে থেকে গিয়েছে। এর আগে ৯৬-এ যখন প্রায় গোটা আফগানিস্তান তালিবানদের দখলে, তখনও পঞ্জশিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল স্থানীয় নেতা তথা ভারতের বন্ধু আহমেদ শাহ মাসুদের বাহিনী। ২০০১ সালে আল-কায়েদা জঙ্গিদের হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে । 

কিন্তু তারপরও পঞ্জশির দখল করতে পারেনি তালিবানরা। উলটে, মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালিবান মুক্ত করার কাজে হাত লাগিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের  বাহিনী। সেই মাসুদের বাহিনীই ফের আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহর সঙ্গে হাত মিলিয়ে তালিবানদের রুখে দিল। 

এবারেও আফগানিস্তানের প্রায় ৯৮ শতাংশ দখল করে ফেললেও পঞ্জশিরে ফের আটকে গেল জঙ্গিরা। তালিবানরা কাবুলে ঢুকে পড়লেও কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরের এই প্রদেশ এখনও তালিবান মুক্ত।

কাবুল হাতছাড়া হওয়ার পর প্রেসিডেন্ট আশরফ ঘানি আফগানিস্তান ছাড়লেও ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ এখনও আফগানিস্তান ছাড়েননি। তিনি রয়েছেন পঞ্জশিরেই। গতকাল সেখানেই আফগানিস্তানের তালিবান বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সালেহ। তারপরই তিনি ঘোষণা করেছেন, ঘানির অবর্তমানে তিনিই আফগানিস্তানের কার্যকরী প্রেসিডেন্ট। এমনকী বুধবার পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের পতাকাও উড়িয়েছে সালেহ বাহিনী। তালিবানদের পঞ্জশির প্রদেশে ঢুকতে না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর সালেহ এবং মাসুদের বাহিনী। 

আফগানিস্তানের বাকি ভুখণ্ডে যখন তালিবানি রাজ শুরু হয়ে গিয়েছে, মহিলাদের উপর নৃশংস অত্যাচার শুরু হয়ে গিয়েছে, তখন পাহাড়-পর্বত অধ্যুষিত ছোট্ট এই প্রদেশটির বাসিন্দারা খানিকটা যেন স্বস্তিতে। সন্ত্রাসবাদীদের দখলে থাকা আফগানিস্তান যদি মরুভূমি হয়, তাহলে পঞ্জশির যেন মরুদ্যান। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে