বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১০:২৭:১১

ভয়-আতঙ্ক ছাড়াই হিজাব এবং বোরকা পরে স্কুলে ফিরেছে আফগান মেয়েরা

ভয়-আতঙ্ক ছাড়াই  হিজাব এবং বোরকা পরে স্কুলে ফিরেছে আফগান মেয়েরা

আমেরিকান সেনাবাহিনী চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে তালেবানরা তাদের লড়াইয়ের গতি বাড়িয়ে দেয়। অতি দ্রুত আফগান সরকারের পতন হয়, তালেবানের কব্জায় চলে যায় পুরো আফগানিস্তান। 

এদিকে ভয়-আতঙ্ক ছাড়াই  আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে সাদা হিজাব এবং কালো বোরকা পরে স্কুলে ফিরেছে মেয়ে শিক্ষার্থীরা। কাবুল দখলের দুই দিন পরেই এমনটা দেখা মিললো আফগানিস্তানে। দেশজুড়ে যে অস্থিরতা বিরাজ তা উপেক্ষা করেই আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, চলতি মাসে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলে তালেবানের। দখলে নেয় একের পর এক প্রাদেশিক রাজধানী। নিরাপত্তা সংকট ও ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানও। আপাতত সেই শঙ্কার মেঘ কেটে গেছে। সরকারি বাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের পতনের পর হেরাতের দখল তালেবানের হাতে চলে যাওয়ার পর চলতি সপ্তাহে এএফপির একজন আলোকচিত্রী ছাত্রীদের স্কুলে ফেরার ছবি ক্যামেরায় ধারণ করেন।

এমন পরিস্থিতিতে অনেকটাই বদলে গেছে আফগানিস্তানের স্বাভাবিক দৃশ্য। রাস্তায় রাস্তায় তালেবান সদস্যদের নিরাপত্তায় নেমেছেন। কাবুল দখলের তৃতীয় দিনেই হেরাত শহরের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যোগ দিয়েছে। এক শিক্ষার্থী বলে, ‘আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে